Beta

ফাঙ্গাল ইনফেকশন কি ভালো হয়?

০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৮

ফিচার ডেস্ক
ফাঙ্গাল ইনফেকশনের বিষয়ে কথা বলেছেন ডা. জেসমিন আক্তার লীনা। ছবি : এনটিভি

বর্ষায় ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা বেশি হয়। আঙুলের ফাঁকে ইনফেকশন, দাদ ইত্যাদি এ সময়ের প্রচলিত সমস্যা। ফাঙ্গাল ইনফেকশন কি সম্পূর্ণ ভালো হয়?    

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৩৬তম পর্বে কথা বলেছেন ডা. জেসমিন আক্তার লীনা। বর্তমানে তিনি সরকারী কর্মচারী হাসপাতালে চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে একটু জানতে চাই। এগুলো কি সম্পূর্ণ ভালো হয়?

উত্তর : হ্যাঁ, ওষুধের মাধ্যমে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তবে কিছু কিছু বিষয় বার বার হতে থাকে। যেমন, আঙুলের মাঝে ঘা, দাদ। এগুলোর ক্ষেত্রে দেখা যায়, ব্যবস্থাপনা না করলে আবার হতে পারে। সে বার বার পানি নাড়ছে। কাপড় সেভাবে পরিষ্কার হচ্ছে না। এতে দেখা যায়, তার এগুলো বার বার হতে পারে। তবে  চিকিৎসা করলে বিষয়টি একেবারেই ভালো হয়ে যাবে।

প্রশ্ন : ফাঙ্গাল ইনফেকশনে এখন ড্রাগ রেজিসটেন্সি হচ্ছে। এটা কেন?

উত্তর : আমার মনে হয় এটি ওষুধের অপব্যবহারের কারণে হচ্ছে। তার হয়তো ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। ফার্মেসি থেকে ওষুধ বলে এনে খাচ্ছে। এটি খুবই প্রচলিত আমাদের দেশে। দেখা যাচ্ছে, সে ওষুধটা শেষ করছে না, কতটুকু ওষুধ খেতে হবে জানছে না।  

Advertisement