Beta

পেপটিক আলসার কী, কাদের বেশি হয়?

০৮ অক্টোবর ২০১৯, ২১:১৮

ফিচার ডেস্ক
পেপটিক আলসারের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন ডা. মসরোজ সেলিনা ও ডা. সানজিদা হোসেন। ছবি : এনটিভি

পেপটিক আলসার একটি প্রচলিত সমস্যা। দেহের পেপটিক এলাকায় ক্ষতকে পেপটিক আলসার বলে। পেপটিক আলসার কী, কাদের বেশি হয়?

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৬৯তম পর্বে কথা বলেছেন ডা. মসরোজ সেলিনা। বর্তমানে তিনি প্রাভা হেলথ ফ্যামিলি ডক্টরস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ফ্যামিলি মেডিসিন বিভাগের পরামর্শ হিসেবে কর্মরত।

প্রশ্ন : পেপটিক আলসার কী? কাদের বেশি হয়?

উত্তর : পেপটিক আলসার রোগটি সাধারণত প্রবীণ বা প্রাপ্ত বয়স্কদের হয়ে থাকে। আলসার মানেই হলো, আমার যেকোনো জায়গাতেই একটি ক্ষত রয়েছে। এটি যখন আমার পেপটিক এলাকায় হচ্ছে, মানে পাকস্থলী বা ডিওডেনামে হচ্ছে বা ইসোফেগাসের নিচের অংশে হচ্ছে, তখন আমরা বলছি পেপটিক আলসার ডিজিজ।

একে আমরা দুটো ভাগে ভাগ করি। একটি হলো, গ্যাসট্রিক আলসার। এটি আমার পাকস্থলীর মধ্যে হচ্ছে। আরেকটি হলো, ডিওডেনাল আলসার। পাকস্থলী শেষ হয়ে যে ডিওডেনাম শুরু হচ্ছে, এর প্রথম অংশে হচ্ছে। এটি হলো, সম্পূর্ণ পেপটিক আলসার রোগ।

Advertisement