Beta

একাধিক পদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

০৮ জুলাই ২০১৮, ১৮:৩০

চাকরি চাই ডেস্ক

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নয়টি পদে নয় জনকে নিয়োগ দেওয়া হবে। উক্ত পদে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। 

পদের নাম ও পদসংখ্যা

সহকারী অধ্যাপক- ০১ জন   

প্রভাষক- ০১ জন   

সহকারী পরিচালক- ০১ জন   

ফটোগ্রাফার- ০১ জন   

অডিটর- ০১ জন   

ল্যাব সহকারী- ০১ জন   

ড্রাইভার- ০১ জন   

অফিস সহায়ক- ০১ জন    

সিকিউরিটি গার্ড- ০১ জন

বেতন   

নিয়ম অনুযায়ী

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা যোগ্যতা, বেতন, আবেদন প্রক্রিয়া বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন। এ ছাড়া অনলাইনে জাগোজবস ডটকম এবং  http://www.butex.edu.bd/ ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন।

আবেদনের সময়সীমা

১৮ জুলাই, ২০১৮ পর্যন্ত আবেদন করতে পারবেন  

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন  

সূত্র : জাগোজবস ডটকম

Advertisement