Beta

স্নাতক পাসেই নিয়োগ দেবে আইডিএলসি ফাইন্যান্স

১৬ মে ২০১৯, ১৬:০৭

চাকরি চাই ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘জুনিয়র অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন বিভাগে চাকরি করতে আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

জুনিয়র অফিসার, লোন প্রসেসিং ইউনিট (সিআরএম)।

পদসংখ্যা

এই পদে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি/এলএলএম পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। স্নাতকে প্রার্থীর ন্যূনতম সিজিপিএ ৪ এর মধ্যে ৩ থাকতে হবে। সঙ্গে প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। নির্বাচিত প্রার্থীদের চট্টগ্রাম, ফরিদপুর, গাজীপুর, ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা অঞ্চলে নিয়োগ দেওয়া হবে।

বেতন স্কেল

বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া কোম্পানির অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের পদ্ধতি

প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে আগ্রহীরা আগামী ২১ মে, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস

Advertisement