বীরবলের গল্প
জামাইদের গল্প
একদিন সম্রাট আকবর আর বীরবল গেছেন শিকারে। সম্রাট একটি গাছ দেখিয়ে বললেন, 'গাছটা এমন বাঁকাতেড়া কেন হে!'
বীরবল বললেন, 'জঙ্গলের সব গাছেরই জামাই এই গাছটা। তাই বাঁকাতেড়া।'
-'এ কথা বললে কেন?'
বীরবল একটি প্রবাদ আওড়ালেন, 'কুকুরের লেজ আর জামাই, সর্বদাই বাঁকা হয়।'
-'অ্যাঁ? আমার মেয়ের জামাইও সে রকম?'
-'নিশ্চয়ই, সম্রাট!'
-'বটে! তবে তাকে শূলে চড়াও।'
কিছুদিন বাদে বীরবল তিনটি শূল প্রস্তুত করল। সোনার, রুপার আর লোহার।
দেখে আকবর বললেন, 'তিনটি শূল করলে কেন?'
-'সম্রাট! একটি আপনার জন্য, একটি আমার, আরেকটি জাঁহাপনার জামাইয়ের জন্য।'
-'আমরা কেন বধ হতে যাব?'
-'আহা! আমরা প্রত্যেকেই তো কারো না কারো জামাই!'
আকবর হাসতে হাসতে বললেন, 'তাহলে আমার জামাইকে শূলে চড়িও না।'
(সংগৃহীত)