Beta

সৌদিতে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

০৮ অক্টোবর ২০১৯, ১৮:৫৭

নিহত কামাল উদ্দিন। ছবি : সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন (৩২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত কামাল উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং ইউনিয়নের চামারদীঘির হানিফ বড়বাড়ির আহমদ ছাপার ছেলে।

জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কামাল উদ্দিনসহ দুই বাংলাদেশি আহত হন। গুরুতর আহত কামাল উদ্দিন রিয়াদের সমসি হাসপাতালে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার স্থানীয় সময় রাত ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত কামাল উদ্দিনের মামাতো ভাই সৌদি প্রবাসী নাসির উদ্দিন মঙ্গলবার সকালে মুঠোফোনে জানান, তিনি জীবিকার তাগিদে আট মাস আগে সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান। দেশে তাঁর দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

নিহত কামাল উদ্দিনের মরদেহ রিয়াদের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

কামাল উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement