Beta

আপনার জিজ্ঞাসা

ওয়াকফ না করলে সেই মসজিদে জুমার নামাজ হবে কি?

৩০ মার্চ ২০১৮, ১২:২৬

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫৩২তম পর্বে ওয়াকফ করা ছাড়া দান করলে সেই মসজিদে জুমার নামাজ হবে কি না, সে সম্পর্কে বিস্তারিত জানতে বরিশাল থেকে টেলিফোন করেছেন মো. আরাফাত হোসেন মনির। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : ওয়াকফ করা ছাড়া কোনো ব্যক্তি যদি মসজিদ দান করে দেন, সেখানে জুমার নামাজ হবে কি?   

উত্তর : আসলে মসজিদগুলোর জন্য শর্ত হচ্ছে, সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া। কেউ যদি দান করে দিয়ে বলেন যে আমি দান করে দিলাম, এটাও তো ওয়াকফ। ওয়াকফের অর্থ হলো যে আমি এটা দান করে দিলাম। আপনি যে বিষয়টি বলেছেন—ওয়াকফ করলেন না, দান করলেন, কেউ যদি দান করেন তাহলে সেটাও ওয়াকফ। আর কেউ যদি এইভাবে মসজিদ করেন যে আমি জায়গা দিয়ে আমার বাড়ির পাশে একটা মসজিদ করলাম, সবাই সেখানে আসবে, এটাও কিন্তু ওয়াকফ। এটার জন্য যদি ওয়াকফ দলিল অথবা কাগজপত্র করা না হয়, তাহলেও কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তবে কাগজপত্র করে নেওয়া ব্যাবস্থপনার দিক থেকে উত্তম।

Advertisement