Beta

আপনার জিজ্ঞাসা

শিশু জন্মের পর কীভাবে আজান দেব?

০৭ এপ্রিল ২০১৮, ১৭:২৮

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত,পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মনজুর ইলাহী।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫৩৩তম পর্বে বাচ্চা জন্মের পর আজান দেওয়ার প্রসঙ্গে জানতে চেয়ে চট্টগ্রাম থেকে টেলিফোন করেছেন আরিফ। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : বাচ্চার জন্ম হলে কীভাবে আজান দেব?

উত্তর : শিশু জন্মের পর আজান, একামতের বিষয়ে ইবনুল কাইয়ুম (র.) তাঁর আকিকা সম্পর্কিত বা শিশু জন্ম সম্পর্কিত যে বিখ্যাত বইটি লিখেছেন, সেখানে তিনি আজানের ব্যাপারে বলেছেন—এটি অথেনটিক (গ্রহণযোগ্য)। তবে শুধু আজানই দেওয়া যাবে, সাথে একামতের যে রেওয়ায়েত, এটিকে তিনি অশুদ্ধ বলেছেন।

অতএব শিশু জন্মের পর তাঁর এক কানে বা উভয় কানে আজান দেওয়া যেতে পারে। এতে কোনো অসুবিধা নেই। ছেলে শিশু হোক বা মেয়ে শিশু হোক, উভয় ক্ষেত্রেই এটি প্রযোজ্য, একই বিধান।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement