Beta

আপনার জিজ্ঞাসা

দুধ-মাকে জাকাত দেওয়া যাবে কি?

১৫ এপ্রিল ২০১৮, ০৯:৫৪

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম অধ্যাপক ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫৩৫তম পর্বে সন্তান তাঁর দুধ-মাকে জাকাত দিতে পারবে কি না, সে সম্পর্কে জানতে চেয়ে রাজধানীর মিরপুরের সেনপাড়া থেকে টেলিফোন করেছেন ফেরদৌস। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : ছেলেমেয়ে কাকে জাকাত দিতে পারবে? দুধ-মাকে কি জাকাত দেওয়া যাবে?

উত্তর : প্রথমত, জাকাতের ক্ষেত্রে নারী-পুরুষের ভিন্নতা নেই। শরিয়ত জাকাতের আটটি খাত নির্ধারণ করে দিয়েছে। এটি নারী-পুরুষ সবার জন্যই সমান।

দুধ-মাকে জাকাত দিতে পারবেন। কারণ দুধ-মা আসলে কারো ওয়ারিশ হয় না। শরিয়তের দৃষ্টিতে ওয়ারিশ যারা হয়, তারাই শুধু জাকাত নিতে পারে না। এর বাইরে গরিব যদি কেউ থাকে, তাহলে তাদের জাকাত দিতে পারবেন। দুধ-মাও জাকাত নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 

Advertisement