Beta

আপনার জিজ্ঞাসা

গর্ত কি জিনদের বসবাসের স্থান?

০৯ অক্টোবর ২০১৮, ১৬:৫১ | আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ১৬:৫৬

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২১৮৪তম পর্বে গর্ত জিনদের বসবাসের স্থান কি  না, সে সম্পর্কে ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখন করেছেন জহুরা সুলতানা।

প্রশ্ন :  গর্ত কি জিনদের বসবাসের স্থান?

উত্তর : হ্যাঁ, জিনেরা যেসব জায়গায়া বসবাস করে থাকে তার মধ্যে পানি এবং গর্তের ব্যাপারে কেউ কেউ উল্লেখ করেছেন।

আকামুজ জিনের মধ্যে জালালউদ্দিন (রহ.) বলেছেন বিভিন্ন সাপ এবং বিচ্ছু বা এই জাতীয় গর্ত বা সুড়ঙ্গ ইত্যাদির মধ্যে জিনদের বসবাস রয়েছে।

Advertisement