Beta

আপনার জিজ্ঞাসা

সুরা ওয়াকিয়ায় কি জান্নাতি হুরের বর্ণনা আছে?

০৯ অক্টোবর ২০১৮, ১৮:৪৫

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২১৮৪তম পর্বে সুরা ওয়াকিয়ায় দুনিয়ার নারী নাকি জান্নাতি হুরের বর্ণনা রয়েছে, সে সম্পর্কে ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখন করেছেন জহুরা সুলতানা।

প্রশ্ন :  সুরা ওয়াকিয়ার ৩৩ ও ৩৪ নম্বর আয়াতে জান্নাতি নারীর রূপ ও গুণের বর্ণনা করা হয়েছে। এই নারী কারা? দুনিয়ার নারী নাকি জান্নাতি হুর?  

উত্তর : সুরা ওয়াকিয়ার ৩৩ ও ৩৪ নম্বর আয়াতে জান্নাতের যে হুর রয়েছে তাদের বর্ণনা করা হয়েছে। জান্নাতের যেসব সার্ভিসের দায়িত্ব আছে তাদের মধ্যে একদল নারীর ব্যবস্থাও আল্লাহ তায়ালা করেছেন।  দুনিয়ার নারীদের আল্লাহ তায়ালা কী মর্যাদা দেবেন, সেটি আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। যেহেতু তারা জান্নাত লাভ করেছেন, সুতরাং তারা যা চাইবেন, যেভাবে চাইবেন সেভাবেই তাদের আল্লাহ তায়ালা মর্যাদা দেবেন।

Advertisement