Beta

আপনার জিজ্ঞাসা

নারীরা কি পুরুষের উপঢৌকন হয়ে জান্নাতে যাবে?

১০ অক্টোবর ২০১৮, ০৯:২২

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২১৮৪তম পর্বে নারীরা পুরুষের উপঢৌকন হিসেবে জান্নাতে প্রবেশ করবে কি না, সে সম্পর্কে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখন করেছেন জহুরা সুলতানা।

প্রশ্ন :  নারীরা জান্নাতে প্রবেশ করবে কি পুরুষের উপঢৌকন হিসেবে?

উত্তর : না, কেউ কারোর উপঢৌকন হিসেবে জান্নাতে যাবে না। জান্নাতের হকদার হয়েই নারীরা জান্নাতে যাবেন। নারীরা মানুষ হিসেবে অর্জনের মাধ্যমেই যাবেন।

জান্নাতের হকদার হওয়ার কারণে জান্নাতের মধ্যে নারীরা যা দাবি করবেন তা পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দেবেন।

সুতরাং, এ কথা চিন্তা করার সামান্যতম সুযোগ নেই যে, নারীরা জান্নাতে পুরুষদের উপঢৌকন বা দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো পুরুষদের বদান্যতায় জান্নাতে থাকবেন, নাউজুবিল্লাহিমিন জালিক!

আল্লাহ সুবহানাহুতায়ালা তাঁর বান্দা বা বান্দিদের কোনোভাবেই ছোট করবেন না। জান্নাত সবার জন্য সমান থাকবে এবং নারী, পুরুষ সবাই সমান মর্যাদা জান্নাতে পাবেন।

Advertisement