Beta

আপনার জিজ্ঞাসা

বদনার পানি দিয়ে অজু করা সুন্নত?

০২ নভেম্বর ২০১৮, ১৮:০৮

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।

আপনার জিজ্ঞাসার ২১৯৭তম পর্বে বদনা থেকে পানি নিয়ে অজু করা সুন্নত কি না, সে সম্পর্কে ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জহুরা সুলতানা।

প্রশ্ন : বদনা থেকে পানি নিয়ে অজু করা কি সুন্নত?  

উত্তর : আপনি পানি যেখান থেকেই নেন, পানি দিয়ে অজু করবেন। কিন্তু বদনা থেকে পানি নিয়েই অজু করতে হবে, এটি সুন্নত নয়। যেখান থেকে পানি পেতে আপনার সুবিধা হয়, আপনি সেখান থেকে পানি নিয়েই অজু করতে পারবেন। যে জায়গায় পানির যেমন ব্যবস্থা থাকবে, সেখান থেকে পানি নিয়ে অজু করবেন, এটিই নিয়ম।

এখন শহরের পানির যেই ব্যবস্থা থাকে, সেখানে তো আপনি বদনা পাবেন না।  সেখানে আপনাকে পানির কল থেকে পানি নিয়ে অজু করা লাগবে।  আবার গ্রামে গেলে সেখানে বদনাই বেশি থাকে, পানির কল তেমন নেই।

যে ব্যবস্থাপনায় যেটা অনুমোদিত, আপনি সেভাবেই অজু করবেন, এতে কোনো অসুবিধা নেই।

Advertisement