Beta

আপনার জিজ্ঞাসা

ওষুধ খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে কি?

০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২২

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২২৩৩তম পর্বে ওষুধ খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে  কি না, সে বিষয়ে ঢাকা থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : ওষুধ খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে কি? ওষুধ খাওয়ার পর পানি খেলেও কি তিন নিঃশ্বাসে খাব?

উত্তর : হ্যাঁ, ওষুধ খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা জায়েজ আছে। এটা নাজায়েজ নয়। আর ওষুধ খাওয়ার পরে যদি আপনি পানি পান করতে চান, তাহলে তিন নিঃশ্বাসে পানি পান করা সুন্নাহ। পানি পান করার ব্যাপারে যে তিন নিঃশ্বাসের কথা বলা হয়েছে,  এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি এভাবে পান করেন, সে করতে পারেন। এটা বাধ্যতামূলক নয়। এটা পানি পান করার আদব, সুন্নাহ।

Advertisement