Beta

আপনার জিজ্ঞাসা

জীবিত অবস্থায় সম্পত্তি ওয়ারিশদের দেওয়া যাবে?

১৪ এপ্রিল ২০১৯, ১৪:৫২

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৮৭তম পর্বে জীবিত অবস্থায় সম্পত্তি ওয়ারিশদের দেওয়া যাবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে ফোনের মাধ্যমে জানতে চেয়েছেনে আনোয়ানুল কবির। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : আমি জীবিত থাকা অবস্থায় আমার কোনো সম্পত্তি আমার ওয়ারিশদের দিতে পারব কি না?

উত্তর : না, জীবিত অবস্থায় কোনো সম্পত্তি ওয়ারিশদের মধ্যে বণ্টন হারাম, জায়েজ নেই। কারণ, আপনি তো জানেন না ওয়ারিশ কারা। কেউই জানে না কার ওয়ারিশ কে হবে। মৃত্যুর পর সেটা নির্ধারণ হবে। মৃত্যুর পর আল্লাহ যেভাবে বণ্টনের নির্দেশ দিয়েছেন, সেভাবে বণ্টন হবে। আর এ বণ্টনের ওপর সন্তুষ্ট থাকা ওয়াজিব। আল্লাহ বণ্টন করে দিয়েছেন, আবার আপনি নিজে বণ্টন করতে যাবেন কেন! আল্লাহর ওপর কর্তৃত্ব করা জায়েজ নেই। সুতরাং এই কাজটি কেউ করবেন না। জীবিত অবস্থায় ওয়ারিশদের মধ্যে সম্পদ বণ্টনের কাজটি সঠিক নয়।

Advertisement