Beta

আপনার জিজ্ঞাসা

আল্লাহর নামগুলোর আগে ‘ইয়া’ শব্দটি যোগ করা যাবে?

০১ মে ২০১৯, ১৩:০৮ | আপডেট: ০১ মে ২০১৯, ১৩:১১

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৮২তম পর্বে আমি আল্লাহর ৯৯টা নাম মুখস্থ করেছি। এই নামগুলোর আগে ‘ইয়া’ শব্দটি যোগ করা যাবে কি না, সে বিষয়ে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : আমি আল্লাহর ৯৯টা নাম মুখস্থ করেছি। এই নামগুলোর আগে ‘ইয়া’ শব্দটি যোগ করে পড়া কি সঠিক?

উত্তর : না, এটা শুদ্ধ নয়। ‘ইয়া’ রহমান বলে যদি আল্লাহকে সম্মোধন করা হয়ে থাকে, তাহলে সম্মোধনের পর বক্তব্য থাকতে হবে। এটা অসম্পন্ন বক্তব্য। সে ক্ষেত্রে ‘ইয়া’র মাধ্যমে আল্লাহকে সম্মোধন করা উচিত নয়।

Advertisement