Beta

আপনার জিজ্ঞাসা

নবী (সা.) তাহাজ্জুদের নামাজের প্রথম দুই রাকাত কোন সুরা পড়তেন?

০২ মে ২০১৯, ১০:৩৮

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম মো. রফিকুল ইসলাম আল-মাদানী।

আপনার জিজ্ঞাসার ২২৭২তম পর্বে নবী (সা.) তাহাজ্জুদের নামাজের প্রথম দুই রাকাত কোন সুরা  পড়তেন, এই বিষয়ে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন নাজু। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : নবী (সা.) তাহাজ্জুদের নামাজের প্রথম দুই রাকাত ছোট সুরা দিয়ে পড়তেন। কোন কোন সুরা দিয়ে পড়তেন?

উত্তর : আল্লাহর রাসুল (সা.) ঘুম থেকে উঠে এরপর তাহাজ্জুদের সালাত লম্বা সুরা দিয়ে পড়তেন। প্রথম দুই রাকাত তিনি সংক্ষিপ্ত করতেন। এই দুই রাকাতে খুব সম্ভবত তিনি প্রথম রাকাতে কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পড়তেন। যেমন : ফজরের সুন্নাত সালাতে তিনি এ দুই সুরা পড়তেন আরো বিভিন্ন সালাতে তিনি এ সুরা পড়তেন। তিন রাকাত বিতরের সালাতের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরা ইখলাস পড়তেন।

Advertisement