Beta

আপনার জিজ্ঞাসা

সৃষ্টির শুরুতে গরু কি কথা বলতে পারত?

০৪ মে ২০১৯, ০৯:২১ | আপডেট: ০৪ মে ২০১৯, ০৯:২৯

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২২৬৬তম পর্বে সৃষ্টির শুরুতে গরু কথা বলতে পারত কি না, সে বিষয়ে ঢাকা থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : সৃষ্টির শুরুতে গরুরা কথা বলত ও জমি চাষের সময় আঘাত করলে তারা প্রতিবাদ করত। এমন কথা কি সহিহ?

উত্তর : সৃষ্টির শুরুতে গরুর আগমন কোথায় ঘটেছে আমার জানা নেই। এটা হলো প্রথম কথা। আর ‍দ্বিতীয়ত, চাষাবাদের সময় গরুকে আঘাত করলে কথা বলত, এমন বক্তব্য কোথায় থেকে এসেছে এটাও আমার জানা নেই। এটা একেবারেই ভুয়া বক্তব্য, কারো বানানো বক্তব্য। ইসলামের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই।

প্রাণিজগৎকে আল্লাহ নাম দিয়েছেন আল-আজমা। মানে যেগুলোর বাক নেই বা বাকশক্তি নেই। এরা শুধু আওয়াজ করতে পারে। সৃষ্টির শুরু থেকেই এদের বাকশক্তি নেই।

Advertisement