Beta

আপনার জিজ্ঞাসা

৬০ বছর বয়সের পর রোজা মাফ হয়ে যায়?

২৪ মে ২০১৯, ০৮:৫৭

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার তৃতীয় পর্বে ৬০ বছরের পরে রোজা আল্লাহ মাফ করে দেন কি না, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন রেহানা কামাল। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : অনেক বইয়ে লেখে, ৬০ বছরের পরে রোজা আল্লাহ মাফ করে দেন। এ ব্যাপারে একটু জানতে চাই।

উত্তর : ৬০ বছর পর রোজা মাফ হয়ে যায়, এ ধরনের বক্তব্য কোরআন ও হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। যতক্ষণ পর্যন্ত শারীরিক সক্ষমতা থাকবে, সিয়াম পালন করে যেতে হবে। সেটা ১২০ বা যত বছরই হোক না কেন। আবার ২৫ বছর বা ৩০ বছর কারো বয়স, কিন্তু সে শারীরিকভাবে অক্ষম, তাহলে তার পক্ষ থেকে ইসলাম সিয়াম উঠিয়ে নিয়েছে এবং সে ফিদিয়া দেবে। সুতরাং, আপনার এ বক্তব্য সঠিক নয়।

Advertisement