Beta

আপনার জিজ্ঞাসা

খতম তারাবিতে দ্রুত কিরাত পড়া যাবে?

০৩ জুন ২০১৯, ১৭:৫৬

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার ষষ্ঠ পর্বে খতম তারাবিতে দ্রুত কিরাত পড়া যাবে কি না, সে বিষয়ে নরসিংদী থেকে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : আমাদের এলাকায় তো খতম তারাবির নামাজ দ্রুত পড়া হয়। আসলে এর পদ্ধতিটা কেমন হবে?

উত্তর : তারাবির সালাতের মধ্যে দ্রুত কিরাত পড়ার কোনো নিয়ম নেই। বরং তারাবির সালত ধীরস্থির ভাবে, আরামের সঙ্গে পড়বেন।

আপনি খতমে তারাবি পড়ুন, কোরআন খতম করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ধীরস্থির ভাবে পড়বেন। যত লম্বা করবেন তত সওয়াব বেশি পাবেন। আপনি কতক্ষণ ধরে নামাজ পড়লেন, এটার ওপর সওয়াব নির্ভর করবে। এখন যদি ২০ রাকাত তারাবির নামাজ ৩০ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করেন, এতে তো আপনার কিয়াম হবে না, রুকুও হবে না, সিজদাও হবে না। এইভাবে তাড়াহুড়ো করে তারাবির সালাত আদায় করার বিধান নেই।

বরং আপনি দুই রাকাত আদায় করুন, চার রাকাত আদায় করুন, তার জন্য দুই ঘণ্টা সময় নিন এবং এর সঙ্গে কোরআন তিলাওয়াত করুন, সেটাই আপনার জন্য উত্তম।

Advertisement