Beta

আপনার জিজ্ঞাসা

কোরআন শিক্ষা করা কি ফরজ?

০৬ জুন ২০১৯, ১৪:৪৬

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার ষষ্ঠ পর্বে কোরআন শিক্ষা করা ফরজ কি না,  সে বিষয়ে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : কোরআন শিক্ষা করা ফরজ কি না?

উত্তর : ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোরআন শিক্ষা করা ফরজ কি না? অবশ্যই কোরআন শিক্ষা করা ফরজ। কোরআনুল কারিম আমরা যদি শিক্ষা গ্রহণ না করি তাহলে আমরা কোথা থেকে হেদায়াত লাভ করব। আমাদের একমাত্র গাইড লাইন বা একমাত্র নির্দেশনা হচ্ছে এই কোরআন। তো এই কোরআন যদি শিখতে না পারি তাহলে কী শিখব? আমাদের শেখার একটাই তো বিষয়, সেটা হচ্ছে কোরআনুল কারিম। এটা শিক্ষা গ্রহণ করা ফরজ। যার যতটুকু সামর্থ্য রয়েছে তিনি চেষ্টা করবেন এটি শিক্ষা গ্রহণ করার জন্য। আর কোরআন শিখতে পারলেন না তো কিছুই শিখতে পারলেন না। আপনি আল্লাহর বান্দা হিসেবে কিছুই শেখেননি। আল্লাহর বান্দা হিসেবে প্রথম কাজই হচ্ছে কোরআন শিক্ষা করা।

Advertisement