Beta

আপনার জিজ্ঞাসা

মেয়েরা বাইরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করতে পারবে?

২৬ জুন ২০১৯, ১৩:০১

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৯১তম পর্বে মেয়েরা বাইরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করতে পারবে কি না, সে বিষয়ে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : মেয়েরা বাইরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করতে পারবে?

উত্তর : যদি এমন কোনো সুগন্ধি হয়, যে সুগন্ধি বাইরে থেকে কাউকে আকর্ষণ করে না বা বোঝা যায় না যে তিনি সুগন্ধি ব্যবহার করেছেন, শুধু শরীরের যে গন্ধ আছে, সেটা ঢাকার জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েজ হতে পারে।

কিন্তু নবী (সা.) যেটা স্পষ্ট করেছেন সেটা হলো, ‍‍‘তারা যখন বের হবে, তখন তাদের সাজসজ্জা থাকবে না এবং তারা আতর বা আকর্ষণীয় কোনো কিছু ব্যবহার করবে না।’ এটাই মূলত নবী করিম (সা.)-এর নির্দেশনা। এই নির্দেশনা সামনে রেখে নারীদের বের হতে হবে। ইসলাম যাঁরা অনুসরণ করেন, তাঁরা এভাবে বের হবেন।

Advertisement