Beta

আপনার জিজ্ঞাসা

মোবাইল অ্যাপের আজানের উত্তর দিতে হবে?

২২ জুলাই ২০১৯, ১৭:৫৮ | আপডেট: ২২ জুলাই ২০১৯, ১৮:০৭

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৩২৪তম পর্বে মোবাইল অ্যাপের আজানের উত্তর দিতে হবে কি না, সে বিষয়ে ই-মেইলে জানতে চেয়েছেন শাখাওয়াত হোসেন। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : মোবাইল অ্যাপের আজানের উত্তর দিতে হবে? সে আজান শেষে দোয়া পড়তে হবে?

উত্তর : না, মোবাইলের অ্যাপের আজানের উত্তর দেওয়ারও কোনো প্রয়োজন নেই এবং এর শেষে দোয়া করারও কোনো প্রয়োজন নেই। মোবাইল অ্যাপ মূলত যেকোনো সময় আজানকে রিপিড করে থাকে। সালাতের ওয়াক্ত দাখিল হয়েছে বা সালাতে আসার জন্য যে আহ্বান মূলত এটা সে আজান নয়। এটি কমন একটি আজান মোবাইলের অ্যাপসের মধ্যে ঢোকানো হয়েছে। এর উত্তর দেওয়ারও কোনো প্রয়োজন নেই এবং এর শেষে দোয়া করারও কোনো প্রয়োজন নেই।

Advertisement