Beta

আপনার জিজ্ঞাসা

মৃত্যুর পর রাসুল (সা.)-কে দেখতে পারব?

২৫ জুলাই ২০১৯, ১৫:২১

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৩২৫তম পর্বে মৃত্যুর পর রাসুল (সা.)-কে দেখতে পাব কি না, সে বিষয়ে মেইলে জানতে চেয়েছেন রবিউল ইসলাম। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : এই জীবনে তো রাসুল (সা.)-কে দেখতে পারলাম না। যদি মৃত্যুর পর রাসুল (সা.)-কে দেখতে চাই, আমি কি দেখতে পারব?

উত্তর : রাসুল (সা.)-কে দেখতে চাইলে, দেখার আগ্রহ থাকলে, সেই ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে অবশ্যই দেখতে পারবেন। শর্ত হলো একটাই, ইমান এবং রাসুল (সা.)-এর অনুসরণ। রাসুল (সা.)-এর অনুসরণ যাঁরা করবেন না, তাঁরা রাসুল (সা.)-কে দেখতে পারবেন না।

যাঁরা বেদাতে লিপ্ত হয়েছেন, যাঁরা নবী (সা.)-এর সুন্নাহকে উপেক্ষা করেন, সুন্নাহকে বাদ দিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করেন, সুন্নাহকে বাদ দিয়ে নিজের বুজুর্গের অনুসরণ করেন, ব্যক্তিপূজা করে থাকেন, তাঁরা রাসুল (সা.)-কে দেখতে পারবেন না।

তাই দুটি কাজ, একটি হলো ইমান এবং অন্যটি হলো নবী করিম (সা.)-কে অনুসরণ করুন, তাহলে ইনশাল্লাহ নবী করিম (সা.)-কে আখিরাতে দেখতে পারবেন। সম্ভাবনা রয়েছে দুনিয়াতেও দেখতে পারবেন।

Advertisement