Beta

আপনার জিজ্ঞাসা

অন্ধকারে সালাত আদায় করা কি জায়েজ?

১৪ আগস্ট ২০১৯, ১৩:৪১

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২২১৩তম পর্বে অন্ধকারে সালাত আদায় করা জায়েজ কি না, সে বিষয়ে ঢাকা থেকে মেইলে জানতে চেয়েছেন জাহিদুল হাসান। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : রাতের বেলা অন্ধকারে সালাত আদায় করা কি জায়েজ হবে?

উত্তর : রাতের বেলা অন্ধকারে যদি আপনি সালাত আদায় করেন, সেটা জায়েজ। এতে কোনো অসুবিধা নেই। অন্ধকারেও সালাত আদায় করতে পারেন, আবার লাইট জ্বালিয়েও সালাত আদায় করতে পারেন। নবী করিম (সা.) মা আয়েশার (রা.) ঘরে অন্ধকারে সালাত আদায় করতেন। মা আয়েশা (রা.) রাসুল (সা.)-এর পাশাপাশি শুয়ে থাকতেন। রাসুল (সা.) সিজদাহ দেওয়ার সময় মা আয়েশা (রা.)-কে একটু সরিয়ে দিয়ে সিজদাহ দিতেন। তখন এ যুগের মতো এত ঝলমলে লাইট ছিল না। রাসুল (সা.) যখন রাতের সালাত আদায় করতেন, তখন তিনি অন্ধকারে আদায় করেছেন, এই মর্মে একাধিক রেওয়াত রয়েছে।

Advertisement