Beta

আপনার জিজ্ঞাসা

নেক হায়াতের জন্য কী আমল করব?

০৮ অক্টোবর ২০১৯, ১০:০৮

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৬০৫তম পর্বে নেক হায়াতের জন্য কী আমল করব,  সে বিষয়ে কুমিল্লা থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন মো. এমদাদুল হোসেন। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : মানুষের নেক হায়াতের জন্য কী আমল করা দরকার?

উত্তর : নেক হায়াতের জন্য আল্লাহ কোরআনের মধ্যে যে আমলের কথা বলেছেন সেটি হলো, তোমরা আল্লাহ এবং তাঁর রাসুলের নির্দেশের অনুগত্য করো। যদি কেউ আল্লাহ এবং তার রাসুলের নির্দেশের অনুগত্য করে, তাহলে সে নেক হায়াত লাভ করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ এ কথা বলেছেন যে, কোরআনের যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন, এই নির্দেশনা থেকে যে ব্যক্তি জীবনযাপন করবে সে নেক হায়াত লাভ করতে পারবে।

Advertisement