দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদ জামাত
দিনাজপুরের গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে দেশের অন্যতম বৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে দুই লক্ষাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।
আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় দিনাজপুর জেলা প্রশাসন ও পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় গোর-এ শহীদ ময়দান ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাতটি শুরু হয়েছে।
ঈদুল আজহার এই জামাতে ইমামতি করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মো. শামসুল হক কাসেমী।
এই জামাতে দিনাজপুরসহ ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলা ও আশেপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা শরিক হন। এবারের এই জামাতে অংশগ্রহণের জন্য পঞ্চগড় থেকে দিনাজপুর ও পার্বতীপুর থেকে দিনাজপুর পর্যন্ত দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। এসব এলাকার মুসল্লিরা এই বিশেষ ট্রেনে এসে ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
এছাড়া জামাতে নামাজ আদায় করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ অগণিত মুসল্লি।
ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।