Beta

রম্য

ভ্যালেন্টাইন ডেতে অবিশ্বাস্য রকমের যত সত্য

১১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩২

রফিকুল ইসলাম কামাল

আসছে ভ্যালেন্টাইন ডে তথা ভালোবাসা দিবস। এ দিবসটি নিয়ে কিছু তথ্য আছে, যেগুলো অবিশ্বাস্য রকমের সত্য বলে ধরে নিতে হয়।

* ভ্যালেন্টাইন ডেতে প্রেমিক সমাজ হিসাব করতে থাকে। সারা বছর প্রেমিকার পেছনে যত ব্যয় হয়, এই একদিনেই তার এক-তৃতীয়াংশ ব্যয় হয়।

* প্রেমিকারা চায়, বছরে অনেকগুলো ভ্যালেন্টাইন ডে থাকুক। কারণ, এ দিনে বেশি বেশি ট্রিট আর গিফট পাওয়া যায়। সঙ্গে ‘ঘুরান্টি’ ফ্রি।

* ফুল ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারি মাস এমনিতেই পোয়াবারো। এ মাসেই রোজ ডে, প্রপোজ ডে তো আছেই; সঙ্গে ভ্যালেন্টাইন ডে মিলিয়ে ফুল বিক্রি হয় বাম্পার।

* ভ্যালেন্টাইন ডেতে রিকশা ও সিএনজিওয়ালারা অঘোষিতভাবে ভাড়া বাড়িয়ে দেন। কারণ জিজ্ঞেস করলেই বলেন, ‘মামা, আজকে ভালোবাসার দিন, বুঝেনই তো।’

* ভ্যালেন্টাইন ডেতে ফেসবুকারদের মাথায় ঝড় বয়ে যায়। কারণ, বিশেষ এই দিনে বিশেষ কিছু লিখে স্ট্যাটাস দিতে হবে।

* যারা সিঙ্গেল, তাদের জন্য ভ্যালেন্টাইন ডে দুপুর পর্যন্ত নাক ডেকে ঘুমানোর দিন।

* ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিভিন্ন পণ্যে ১৪ পার্সেন্ট ‘ছাড়’ দেওয়া হয়। প্রকৃতপক্ষে, পণ্যের মূল দাম যত, সে দামের সঙ্গে অতিরিক্ত ১৪ ভাগ যোগ করে বিক্রি করা হয়।

Advertisement