অনিয়মের প্রতিবাদে ফেডারেশন কাপে খেলবে না বসুন্ধরা
আজ শনিবার শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরুর ২৪ ঘণ্টা আগে খেলবে না বলে জানিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টার্ফে ফুটবলারদের ইনজুরির ঝুঁকি এবং টুর্নামেন্টের সূচি পরিবর্তনের অভিযোগে এমন সিদ্ধান্তের কথা জানায় ক্লাবটি।
গত সপ্তাহে শেষ হওয়া স্বাধীনতা কাপে প্রায় সব দলের অনেক ফুটবলারই ইনজুরিতে পড়েছেন টার্ফে খেলার কারণে। বসুন্ধরার আপত্তি ছিল টার্ফে টুর্নামেন্ট নিয়ে। যদিও তারা শেষ পর্যন্ত রাজি হয়েছিল। কিন্তু সব আয়োজন শেষ হওয়ার পর হঠাৎ খেলবে না বলে জানায় বসুন্ধরা। অবশ্য ফেডারেশন কাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল তাদের।
এ ব্যাপারে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আসলে এই যে বারবার সূচি পরিবর্তন, ফরম্যাটে পরিবর্তন— আমাদের কাছে যেটা মনে হয়েছে কোনো একটি বিশেষ ক্লাবকে সুবিধা দিতেই এই সব কাজ করা হয়। আমরা আসলে ঘাসের মাঠে খেলা চেয়েছিলাম। যে জায়গায় হোক না কেন। শুধু মাঠ নয়, আনুসাঙ্গিক অনিয়মের প্রতিবাদ হিসেবে এই টুর্নামেন্ট থেকে সরে গেছি আমরা।’
বসুন্ধরা সরে দাড়ালেও উত্তর বারিধারার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের জন্য তৈরি ঢাকা আবাহনী। কিংসকে হারিয়ে স্বাধীনতা কাপ জয়ী নীল-আকাশিদের লক্ষ্য এবার ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধার। দলে ছোটখাটো ইনজুরির সমস্যা থাকলেও কলিন্দ্রেস, ডরিয়েলটন, রাফায়েল অগাস্তোরারা দারুণ ছন্দে আছেন।
সবচেয়ে বেশি ১১ বার ফেডারেশন কাপ জয়ী আবাহনী শেষ এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ২০১৮ সালে।