আইপিএল হলেও কাটছাঁট করে হবে : সৌরভ
সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রায় অচলাবস্থা। একের পর এক স্থগিত হয়ে যাচ্ছে সব টুর্নামেন্ট। এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করার খবর দিয়েছে ভারত। করোনা আতঙ্কের কারণে আগামী ২৯ মার্চ শুরু হবে না ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট আসরটি। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে এই আসর।
১৫ দিন স্থগিত করা হলেও আইপিএল ঠিক কবে শুরু হবে, সে ব্যাপারে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মুম্বাইয়ে গভর্নিং কাউন্সিলের সঙ্গে গতকাল শনিবার এ বিষয়ে আলোচনায় বসেছিলেন বোর্ড কর্মকর্তারা। আলোচনা শেষে সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ‘যদি ১৫ এপ্রিল শুরু হয়, তাহলে তো ১৫ দিন চলেই গেল। তখন একে কাটছাঁট করা হবে। কীভাবে কাটছাঁট করা হবে, কয়টা ম্যাচ হবে, আমি এই মুহূর্তে বলতে পারব না।’
স্বাস্থ্যঝুঁকি এড়াতে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়ে সৌরভ আরো বলেন, ‘এই মুহূর্তে স্থগিতের সিদ্ধান্তে অটল থাকুন। আগে সবার নিরাপত্তা, তাই আমরা স্থগিত করেছি। এখানে কারো তো কিছু করার নেই।’
করোনা পরিস্থিতি সামাল দিতেই আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। গত শুক্রবার বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিসিসিআই জনস্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন। পাশাপাশি সব রকম বিপদ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইপিএলের সঙ্গে যুক্ত সবার নিরাপত্তার কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।’
বিসিসিআই আরো জানিয়েছে, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভাগ ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে কাজ করবে।’
এর আগের দিন বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের করোনাভাইরাস সম্পর্কিত একটি পরামর্শ বিসিসিআইর কাছে পাঠানো হয়েছিল। সেখানে একটি সুপারিশ করা হয়—সব ক্রীড়া অনুষ্ঠান কোনো দর্শক ছাড়াই আয়োজন করতে, অথবা অনুষ্ঠান স্থগিত করতে হবে। শেষ পর্যন্ত আইপিএল স্থগিতেরই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।