আগুয়েরো কোথায় যাবেন সে তথ্য ফাঁস করলেন গার্দিওলা
ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ লিগের শেষ ম্যাচটি খেলে ফেললেন সার্জিও আগুয়েরো। এখন তিনি কোন দলে যোগ দেবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, কাতালান ক্লাবটিতে যোগ দিতে পারেন আগুয়েরো।
সম্প্রতি গার্দিওলা বিবিসিকে বলেন, ‘আমি একটা গোপন তথ্য ফাঁস করতে চাই। ও (আগুয়েরো) হয়তো আমার হৃদয়ের সবচেয়ে কাছের দল বার্সেলোনাতে সই করতে চলেছে। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মেসির পাশে খেলবে ও। আমার মনে হয় ওকে পেয়ে বার্সা শক্তিশালী হবে, সে নিজেও ওখানে খেলে মজা পাবে।’
আগুয়েরো বার্সাতে যোগ দেওয়ার কথা শোনা গেলেও মেসি এখনো ক্লাটির সঙ্গে নতুন চুক্তি করেননি। তিনি দল ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছে।
গতকাল রোববার ম্যান সিটির হয়ে ব্যক্তিগত শেষ ম্যাচ খেলতে নেমে আগুয়েরো গড়লেন দারুণ একটি কীর্তি। প্রিমিয়র লিগে এক দলের হয়ে রুনির করা সর্বাধিক ১৮৩ গোলের রেকর্ড ভাঙেন।
ম্যান সিটিকে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। পাঁচটি লিগসহ মোট ১৫টি ট্রফি, ১৮৪ টি লিগ গোল ও ক্লাবের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (মোট ২৬০ টি গোল) ছিলেন তিনি।
অবশ্য দলটির হয়ে এখনও এক ম্যাচ বাকি আছে আগুয়েরোর, দলটির ইতিহাসের হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নামতে পারেন তিনি। এদিনও হয়তো কোনো রূপকথা তৈরি করতে পারেন না।