সেমিতে বায়ার্নকে পেল রিয়াল
কোয়ার্টার ফাইনালের পালা শেষ করে চ্যাম্পিয়নস লিগ দাঁড়িয়ে সেমিফাইনালের দোরগোড়ায়। শেষ চারের লড়াই নিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হয়ে গেল ড্র। লটারি ভাগ্যে বায়ার্ন মিউনিখকে পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে লিভারপুল লড়বে এএস রোমার বিপক্ষে।
দারুণ লড়ে মাদ্রিদের মাঠে জিতেও জুভেন্টাস যেতে পারেনি সেমিতে। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে শেষ চারের মঞ্চে পা রেখেছে রিয়াল। আর সেভিয়াকে প্রথম লেগে ২-১ গোলে হারানো বায়ার্ন দ্বিতীয় লেগে ড্র করেও উঠেছে সেমিফাইনালে।
এবারের চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে চমকে যাওয়া কাণ্ডটাই ঘটিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে রোমা। ইতালীয় ক্লাবটি ৪-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনাকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়ে অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে প্রথমবারের মত উঠে এসেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে।
লিগ প্রতিদ্বন্দী ম্যানসিটিকে মোহাম্মদ সালাহর দারুণ নৈপুণ্যে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লিভার পুল জায়গা পেয়েছে সেরা চারে।
সেমিফাইনালের প্রথম লেগে ২৪ এপ্রিল অ্যানফিল্ডে রোমাকে আতিথ্য দেবে লিভারপুল। পরের দিন ২৫ এপ্রিল অ্যালিয়াঞ্জ এরিনাতে মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে মাঠে নামবে স্বাগতিক বায়ার্ন ।
১ ও ২ মে মাঠে গড়াবে দ্বিতীয় লেগের খেলা। ভেন্যু বদলে গিয়ে রোমার মাঠ অলিম্পিক স্তেদিওতে মাঠে নামবে লিভারপুল। স্যান্টিয়াগো বার্নাব্যুতে পরের দিন বায়ার্নকে আতিথ্য দেবে রিয়াল। দুই সেমি ফাইনালের জয়ী দলকে নিয়ে ২৬ মে কিয়েভের মাঠে গড়াবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ।