বিশ্বকাপে খেলতে মরিয়া নেইমার
পায়ের পাতার হাড় ভেঙ্গে অনেকদিন ধরেই মাঠের বাইরে আছেন ব্রাজিলীয় তারকা নেইমার ডি সিলভা। আসছে মে মাসের প্রথমার্ধেও তাঁকে থাকতে হচ্ছে মাঠের বাইরেই। তবে ব্রাজিল ফরোয়ার্ড আত্মবিশ্বাসী বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে।
সম্প্রতি সাও পাওলোতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেইন তারকা। সেখানেই জানিয়েছেন মাঠে ফিরতে আরো কিছুদিন সময় লাগবে তাঁর, ‘কোন নির্দিষ্ট দিন এখনো জানতে পারিনি। আমাকে আরো একবার পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। যদি সব ঠিক থাকে তবে ১৭মে’র পরেই ফিরতে পারবো মাঠে।’
বিশ্বকাপের লড়াই শুরু হবে জুনের ১৪ তারিখে। নেইমারের আশা তাঁর আগেই দলের সঙ্গে সুস্থ হয়েই যোগ দেবেন তিনি, ‘পায়ের অবস্থার উন্নতি হচ্ছে। আমি আশা করছি বিশ্বকাপের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারবো। বিশ্বকাপের খেলা কোনভাবেই টিভিতে দেখতে চাইনা।’
নিজের ক্যারিয়ারে এবারই প্রথম ডাক্তারের ছুরির নিচে যেতে হয়েছে নেইমারকে। পিএসজিতে তাঁর সতীর্থরা যখন অপেক্ষায় লিগ ওয়ান আর ফ্রেঞ্চ কাপের শিরোপা জেতার, নেইমারের সময় তখন কাটছে পুনর্বাসনে। ফুটবলার হিসেবে এমনটা সহ্য করা কঠিন।
নেইমারও মানছেন সেটা, ‘আমার দলের বাকিরা গোল করছে, শিরোপা জিতে আনন্দ করার অপেক্ষায় আছে। এমনটা মেনে নেওয়া সত্যিই কঠিন। কিন্তু কি করার? আমার ক্যারিয়ারে প্রথমবার সার্জারির মুখোমুখি হলাম। চোটে পড়লে এমনটা মেনে নিতেই হবে।’
আপাতত ফুটবল মাঠে থাকতে পারছেন না নেইমার। সময়টা কাটছে নিজের প্রিয় পোকার আর কম্পিউটারে ভিডিও গেমস খেলে। তবে এমন আলস্যে ভরা অবসর যেন নেইমারের কাটতেই চাচ্ছেনা। তাঁর চোখটা শুধু রাশিয়ায়। মাস দুয়েক পর থেকে যেখানে শুরু হবে বিশ্বকাপের লড়াই।