হাসপাতালে ম্যানইউর সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচার করা হয় তাঁর। যদিও অস্ত্রোপচার ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে, তবে তাঁকে আইসিইউতে নিবিড় পরিচর্যায কেন্দ্রে রেখেছেন ডাক্তাররা।
এর আগে সকালে অসুস্থ বোধ করায় সাবেক এই কোচকে ম্যাকলেসফিল্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘স্যার অ্যালেক্সের পরিবারের পক্ষ থেকে সবাইকে প্রার্থনা করতে বলেছে তাঁর জন্য।’
ফার্গুসনের ছেলে ড্যারেন ফার্গুসন লিগ ওয়ানের ক্লাব ডনকাস্টার রোভার্সের কোচ। শনিবার উইগানের বিপক্ষে ফাইনাল ম্যাচে তিনি মাঠে থাকতে পারেননি। পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নেন এই কোচ।
এটাই প্রথম নয়। এর আগে ২০০৩ সালেও ফার্গুসনকে হাসপাতালে ভর্তি করতে হয়। তখন হার্টে সমস্যার কারণে ইলেকট্রিক শকের মতো চিকিৎসার পথেও হাঁটতে হয় চিকিৎসকদের।
সাবেক এই সফল কোচের অসুস্থতার সময়ে অনেকেই সমবেদনা জানিয়েছেন। ইনস্টাগ্রামে ডেভিড বেকহ্যাম লিখেছেন, 'যুদ্ধ থামাবেন না বস। আপনার জন্য শুভকামনা। ক্যাথি ও পরিবারের সবার জন্য ভালোবাসা রইল।'
৭৬ বছর বয়সী স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩টি প্রিমিয়ার লিগ ও দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।