আফগানিস্তান হবে বাংলাদেশের প্রেরণা?
বাংলাদেশই প্রেরণা হওয়ার কথা আফগানিস্তানের জন্য। বাংলাদেশের ক্রিকেটের দুর্দান্ত উত্থান থেকে হয়তো প্রেরণা নিয়েছেনও আফগান ক্রিকেটাররা। তবে এবারের এশিয়া কাপে আফগানিস্তানের দুর্দান্ত নৈপুণ্য থেকেই অনুপ্রেরণা নিতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এশিয়া কাপের শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে গেছে আফগানিস্তান। তবে প্রায় প্রতিটি ম্যাচেই তাদের দুর্দান্ত নৈপুণ্য নজর কেড়েছে ক্রিকেটবিশ্বের। নিজেদের প্রথম ম্যাচেই তারা হারিয়েছিল শ্রীলঙ্কাকে। এরপর গ্রুপ পর্বের ম্যাচে ধরাশায়ী করেছিল বাংলাদেশকেও। সুপার ফোর রাউন্ডে অবশ্য আর কোনো সফলতা পায়নি আফগানিস্তান। পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে টানা দুটি ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। তবে সেই ম্যাচ দুটিতে তারা যেভাবে মরণপণ লড়াই করেছিল, তা অনুপ্রেরণা হতেই পারে মাশরাফি-সাকিবদের জন্য।
পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচটি আফগানিস্তান হেরেছিল তিন উইকেটে। কিন্তু সেই ম্যাচ জেতার জন্য পাকিস্তানকে খেলতে হয়েছিল শেষ ওভার পর্যন্ত। পুরো ম্যাচটিতেই ছিল টানটান উত্তেজনা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতেও ছিল একই চিত্র। বাংলাদেশ শেষ পর্যন্ত ৩ রানের জয় পেলেও পুরো ম্যাচেই দাপট ছিল আফগানিস্তানের। শেষ ওভারে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিংটা না করলে হয়তো হার নিয়েই মাঠ ছাড়তে হতো বাংলাদেশকে।
আর ভারতের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে তো আফগানিস্তান উঠেছে নতুন উচ্চতায়। এবারও তারা ছড়িয়েছে চরম উত্তাপ। টানটান উত্তেজনায় পরিপূর্ণ ম্যাচটা শেষ পর্যন্ত কেউই জিততে পারেনি। শেষ হয়েছে টাই দিয়ে। সব মিলিয়ে আফগানিস্তান এবারের এশিয়া কাপ থেকে বিদায় নিলেও তাদের লড়াকু মনোভাবটা অনুপ্রেরণা হতে পারে যে কারো জন্যই।
বাংলাদেশ আজ ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে অঘোষিত সেমিফাইনাল খেলতে নামবে পাকিস্তানের বিপক্ষে। সে সময় মাশরাফি-সাকিবরা অনুপ্রেরণা হিসেবে নিতে পারেন আফগানদের এই লড়াকু মনোভাবকে।