আস্থার প্রতিদান দিলেন সৌম্য
এই কিছুদিন আগে তামিম ইকবালের চোটে হঠাৎই এশিয়া কাপের দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। খেলেছিলেন দুটি ম্যাচ, কিন্তু সাফল্য পাননি একটিতেও। তাই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাঁকে বিবেচনা করা হয়নি। হতাশ হননি এই মারকুটে ব্যাটসম্যান। জাতীয় লিগে মনোযোগ দেন; সাফল্যও পান। তাই হঠাৎ তৃতীয় ওয়ানডের দলে ডাক পান তিনি।
সৌম্য এই সুযোগটি হাতছাড়া করতে চাননি। ঘরের মাঠে সিরিজ বলে কথা, এই সুযোগ হাতছাড়া করলে মুখ ফিরিয়ে নিতে পারেন নির্বাচকরাও। তাই যেমন ভাবনা, তেমন কাজ। দলের ঝুলিতে কোনো রান যোগ হওয়ার আগেই যখন লিটন দাস সাজঘরে ফিরে গেলে, তখনই অধিনায়কের নির্দেশ মাঠে নামার।
সৌম্যের ওপর যে আস্থা রেখেছেন অধিনায়ক, তার প্রতিদান ভালোভাবেই দিয়েছেন। খেলেছেন ১১৭ রানের চমৎকার একটি ইনিংস। যাতে বল খরচ করেছেন ৯২টি। ৯টি চার ও ৬টি ছক্কার মার রয়েছে তাঁর এই ইনিংসে।
দীর্ঘদিন পর আবার আরেকটি সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য। সর্বশেষ এবং ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি কলেছিলেন ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে। সেবার ১২৭ রানের হার-না-মানা একটি ইনিংস খেলেছিলেন। দীর্ঘ তিন বছরের বেশি সময় পর ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দেখা পেলেন তিনি।
অবশ্য সে বছরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯০ এবং ৮৮ রানের দুটি ইনিংস খেলেছিলেন সৌম্য।