এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্ব পেয়েছেন। আগামী দুই বছরের জন্য এসিসি বসের দায়িত্ব পালন করবেন তিনি।
গতকাল শনিবার পাকিস্তানের লাহোরে এসিসির বার্ষিক সাধারণ সভায় নাজমুল হাসানকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানির কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন বিসিবি সভাপতি। তিনি ২০২০ সাল পর্যন্ত এই দায়িত্বে থাকবেন।
এ সময় আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, প্রতিষ্ঠানটির গেম ডেভেলপমেন্টের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দায়িত্ব পেয়ে নাজমুল হাসান বলেন, ‘এই দায়িত্ব পেয়ে নিজেকে সম্মানিত মনে করছি। আমার এখন লক্ষ্য থাকবে এ অঞ্চলের ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া। আমি অনেক দিন ধরে এসিসির সঙ্গে যুক্ত। আশা করছি, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারব।'
পাপন বিসিবির সভাপতির দায়িত্ব পান ২০১২ সালে। তখনকার বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামলের কাছ থেকে দায়িত্ব পেয়েছিলেন তিনি।