কোহলির স্বেচ্ছাচারিতা নিয়ে আপত্তি বিশান বেদির
ভারতীয় ক্রিকেট দলের কথা এলেই সবার আগে আসবে বিরাট কোহলির নাম। এই বছরে ভারতীয় অধিনায়কের অসাধারণ ব্যাটিংনৈপুণ্য তাঁকে ছাড়িয়ে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তবে কোহলি ক্ষমতার ব্যবহার করে দলের সিদ্ধান্তকে প্রভাবিত করছেন কি না—এমন প্রশ্নের জবাবে একমত সাবেক ভারতীয় স্পিনার বিশান সিং বেদি। কোহলির স্বেচ্ছাচারিতা এবং সাবেক কোচ অনিল কুম্বলের সঙ্গে তাঁর ঠান্ডা সম্পর্ক নিয়ে কথা বলেছেন এই সাবেক তারকা।
বিশান সাংবাদিকদের বলেন, ‘একজন মানুষ (কোহলি) যা চাইছে, তাই করছে এবং আমরা সেটি হতে দিচ্ছি। অনিল তো বলেই দিয়েছে, সে দায়িত্ব ছেড়ে বেঁচেছে।’
গত বছরের জুনে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কুম্বলে। এর পেছনে কোহলির সঙ্গে ঠান্ডা সম্পর্কের ভূমিকা রয়েছে বলেই মনে করছেন অনেকে। সাবেক এই অধিনায়ক কোহলির সঙ্গে তাঁর সম্পর্ককে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করে জানিয়েছিলেন, কোহলি নিজের মতো করে দল চালাতে চায়। অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৮০ রানে ভারতের হারের পরই প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সাবেক এই লেগস্পিনার।
কুম্বলে দায়িত্বে থাকাকালীন কয়েকটি টেস্টে বেশ ভালো করেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে, ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে, ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে, বাংলাদেশকে ১-০ ব্যবধানে ও অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছিল ভারত। এমনকি আটটি ওয়ানডেতে জয়ও এসেছিল ৪৬ বছর বয়সী এই কোচের আমলে। তবে কুম্বলে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড টেস্টে বিধ্বস্ত হয় ভারত। সীমিত ওভারের ফরম্যাটে কিছু সাফল্য ছাড়া তেমন উজ্জ্বল হয়ে দেখা যায়নি রবি শাস্ত্রীর ভারতকে।
এই ব্যাপারে বিশান বেদি বলেন, ‘ভারত দল ভালো, এটি আমরা সবাই জানি। তবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় যে দল খেলেছে, সেটিও দুর্বল ছিল। ওদের দুজন (অস্ট্রেলিয়ার স্মিথ-ওয়ার্নার) নিষিদ্ধ হলেও দুজন নিয়ে দল হয় না। কিন্তু আমাদের দল একজন খেলোয়াড় নিয়েই গঠিত। সবকিছুই বিরাট কোহলিকে ঘিরে। একজন ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসেবে কতটা চাপ তাঁর ওপর পড়ছে, আপনারা ধারণাই করতে পারছেন না।’
সামনেই অস্ট্রেলিয়া সফরে কঠিন পরীক্ষার মধ্যে পড়বে ভারত। সেখানে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও চারটি টেস্ট খেলবে তারা।