সিরিজ বাঁচানোর ম্যাচে ভারতের সামনে ২৯৯ রানের লক্ষ্য
এডিল্যাডে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী ভারতকে জয়ের জন্য ২৯৯ রানের টার্গেট বেঁধে দিয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়ানদের পক্ষে দৃষ্টিনন্দন এক শতরানের ইনিংস খেলেছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান শন মার্শ। ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি করে শুরুতেই দিশেহারা অস্ট্রেলিয়ানদের ম্যাচে ফিরিয়েছেন তিনি। প্রথম ওয়ানডেতে হেরে যাওয়া বিরাট কোহলির দলকে সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জিততেই হবে।
টেস্ট সিরিজে পর্যদুস্ত হওয়ার পর তিন ওয়ানডের সিরিজে প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় পায় স্বাগতিকরা। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আজ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে অসিরা। অন্যদিকে পেসার মোহাম্মদ খলিলের জায়গায় আরেক পেসার মোহাম্মদ সিরাজকে নামায় ভারত। মাত্র ২৬ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলা অস্ট্রেলিয়ানদের প্রাথমিক বিপর্যয় সামাল দেন উসমান খাজা আর শন মার্শ। কিন্তু উসমান খাজার পর পিটার হ্যান্ডসকম্ব আর মার্কাস স্টইনিস সেট হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। মিডল অর্ডারের এই তিন ব্যাটসম্যানই বিশোর্ধ্ব ইনিংস খেলেন। তবে অন্যপ্রান্তে অবিচল থেকে চোখধাঁধানো স্ট্রোকে নিজের শতরান পূর্ণ করে অসিদের খেলায় টিকিয়ে রাখেন মার্শ।
১১টি চার আর তিনটি ছক্কায় সাজানো মার্শের ইনিংসটি ১২৩ বলে ১৩১ রানে গিয়ে থামে। পিঞ্চহিটার গ্ল্যান ম্যাক্সওয়েলের খুনে ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে নয় উইকেট হারিয়ে ২৯৮ রানের লড়িয়ে পুঁজি পায় স্বাগতিকরা। মাত্র ৩৭ বলে ৪৮ রান করেন ম্যাক্সওয়েল। ভারতের পক্ষে পেসার ভুবনেশ্বর কুমার চারটি ও মোহাম্মদ শামি নেন তিনটি উইকেট।
সিরিজ বাঁচানোর এই ম্যাচে প্রথম ওয়ানডেতে ব্যর্থ শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু আর অধিনায়ক কোহলির রানে ফেরার দিকে তাকিয়ে থাকবে ভারতীয় সমর্থকরা। পাশাপাশি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মার ব্যাটও যেন আরেকবার হেসে ওঠে সেই প্রত্যাশাও থাকবে তাঁদের।