শেষ আটে বার্সেলোনা
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠে গেল বার্সেলোনা। গতকাল বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ৩-০ গোলে জিতে পরের পর্বে জায়গা করে নেয় তারা। এর আগে প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল মেসির দল। তাই দুই লেগ মিলে ৪-২ গোলে জিতে শেষ আট নিশ্চিত করে তারা।
বার্সার এই জয়ে জোড়া গোল করলেন উসমান ডেম্বেলে। আর লিওনেল মেসি করেন একটি গোল।
একচেটিয়া খেলা বার্সাকে অবশ্য প্রথম গোলের দেখা পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ম্যাচের ৩০ মিনিটে লক্ষ্যভেদ করেন ডেম্বেলে। ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় লাগেনি তাদের। ঠিক এক মিনিট পর ডেম্বেলেই দলকে দ্বিতীয় গোল এনে দেন।
অবশ্য প্রথমার্ধের দুই মিনিট বাকি থাকতে হ্যাটট্রিক করার দারুণ সুযোগ হাতছাড়া করেন ডেম্বেলে। তাঁর দরুণ শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।
ম্যাচের ৫৪ মিনিটে মেসি দলের গোল ব্যবধান আরো বড় করেন। ডেম্বেলের বড়ানো বল ধরে কিছুটা এগিয়ে বাঁ পায়ের চমৎকার শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।
শুধু এ আসরেই নয়, লা লিগায়ও দারুণ খেলছে মেসির বার্সেলোনা। এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। তারা জিতেছে ১৩ ম্যাচ, ড্র করেছে চারটিতে এবং হেরেছে দুটিতে।