বার্সেলোনায় বোয়েটাং
সমর্থকদের একেবারে চমকে দিল বার্সেলোনা। এই মৌসুমের বাকি সময়টুকুর জন্য ৩১ বছর বয়সী ঘানাইয়ান খেলোয়াড় কেভিন প্রিন্স বোয়েটাংকে ধারে কিনে নিয়েছে তারা। আক্রমণভাগে একজন বিকল্প খেলোয়াড়ের খোঁজে ছিল বার্সা। তবে ইতালিয়ান ‘সিরি এ’র নিচের সারির দল সাসুওলো থেকে বোয়েটাংয়ের এই দলভুক্তি সবার জন্যই চমক হয়ে এসেছে।
মঙ্গলবার আনুষ্ঠানিক চুক্তির পর সংবাদ সম্মেলন ও ফটোসেশনের মাধ্যমে ন্যু-ক্যাম্পে তাঁর যাত্রা শুরু হবে। বার্সেলোনা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে লিখেছে, আশা করা যায়, দ্রুতই ক্লাবে মানিয়ে নেবে বোয়েটাং। ইউরোপের শীর্ষ চারটি লিগে খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ এই ফরোয়ার্ড এর আগে ‘লা-লিগায়’ও খেলেছেন। টটেনহাম, ডর্টমুন্ড আর এসি মিলানের মতো ক্লাবে খেলার স্মৃতি আছে তাঁর।
লুইস সুয়ারেজের ফর্ম ওঠানামা করে। উসমান ডেম্বেলেও প্রায়ই ইনজুরিতে পড়েন। একজন বিকল্প ফরোয়ার্ড তাই বেশ প্রয়োজনীয় ছিল বার্সার। সেই প্রয়োজন মেটাতেই বোয়েটাংয়ের সঙ্গেচুক্তি। কিন্তু গত তিন মৌসুমে এ নিয়ে চারবার ক্লাব বদল হলো এই ঘানাইয়ানের। তবে বার্সেলোনার মতো ক্লাবে খেলতে পারাকে বড় সৌভাগ্য বলছেন তিনি।
ন্যু ক্যাম্পে সুযোগ পেয়ে নিজের প্রাথমিক প্রতিক্রিয়ায় বোয়েটাং বলেছেন, ‘সাসুওলো ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। কিন্তু এটা বিরাট এক সুযোগ। আমি আসছি, বার্সেলোনা।’ তবে ২০১৭ সালে এক সাক্ষাৎকারে সুযোগ পেলে গন্তব্য হিসেবে বার্সেলোনা নয়, রিয়াল মাদ্রিদকে বেছে নেবেন বলেছিলেন তিনি।
দেখা যাক, কিছুদিন পরে ‘এল ক্লাসিকো’ ম্যাচে রিয়ালের বিপক্ষে সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারেন কিনা বোয়েটাং। তাঁর পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তিটা সাময়িক থেকে স্থায়ী করে নেওয়ার পরিকল্পনা আছে বার্সেলোনার।