Beta

যেখানে এগিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা

১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৭

স্পোর্টস ডেস্ক

আগামীকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত ৩২টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১০টি ম্যাচে জিতেছে বাংলাদেশ। ২১টিতে জয় পায় নিউজিল্যান্ড। অবশ্য একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ফলাফল নিউজিল্যান্ডের পক্ষে থাকলেও একটি জায়গায় এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচগুলোর মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচজনের চারজনই বাংলাদেশের।

বাংলাদেশের শীর্ষে চার ব্যাটসম্যান হলেন—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। আসন্ন এই ওয়ানডে সিরিজে আঙুলে চোটের কারণে খেলতে পারছেন না সাকিব। তাই সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহর। দুদলের লড়াইয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের রস টেইলর।

দ্বিপক্ষীয় সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যান :

খেলোয়াড়                        ম্যাচ   ইনিংস        রান

রস টেইলর (নিউজিল্যান্ড)          ২০     ১৯            ৭৮৬

সাকিব আল হাসান (বাংলাদেশ)    ২১      ২১            ৫৭৫

তামিম ইকবাল (বাংলাদেশ)         ১৯     ১৯           ৫৩০

মুশফিকুর রহিম (বাংলাদেশ)        ২২     ২১            ৫১৬

মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ)    ১৯     ১৭            ৫০১

Advertisement