Beta

মাহমুদউল্লাহর হতাশার দিনে মুগ্ধ উইলিয়ামসন

১২ মার্চ ২০১৯, ১৮:২৪

স্পোর্টস ডেস্ক

হ্যামিল্টনের পর ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টেও স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। ইনিংস ও ১২ রানে ম্যাচ হেরে সিরিজও হাতছাড়া করেছে তারা। দুদিনের কিছুটা বেশি সময় খেলা হয়েছে, আর এ সময়ের মধ্যেই হেরে গেছে বাংলাদেশ। দলের এই ব্যর্থতায় খুবই হতাশ বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বলেন, ‘খুবই হতাশ। আমাদের আরো ভালো করার সুযোগ ছিল। তবে পরের টেস্টে আমাদের আরো দ্রুত নিজেদের মানিয়ে নিতে হবে।’

নিউজিল্যান্ডের ডাবল-সেঞ্চুরিয়ান রস টেইলরের ক্যাচ ছেড়ে দেওয়াটা ম্যাচ হারের অন্যতম কারণ বলে মনে করেন তিনি, ‘আমি টেইলরের ক্যাচ ফেলেছি, স্লিপে আরো একটি পড়েছে। এই দুটি ক্যাচ নিতে পারলে গল্পটা অন্যরকম হতে পারত।’

দলের সাফল্যে খুবই খুশি নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন, ‘প্রথম ইনিংসে দ্রুত রান তুলে ম্যাচ জয়ের সুযোগ তৈরি করতে চেয়েছি। আমরা ভালো ক্রিকেট খেলেছি। দলের খেলোয়াড়দের পারফরমেন্স আমাকে মুগ্ধ করেছে।’

ম্যাচে ডাবল সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রোকে টপকে গেছেন টেইলর। এই সাফল্যে খুশি হয়ে তিনি বলেন, ‘সে আমার মেন্টর। আমি নিশ্চিত আমার এমন অর্জনে সে খুবই খুশি হবে।’

Advertisement