Beta

‘ইংল্যান্ড যাও, স্টেডিয়াম মাতাও’

১৩ মার্চ ২০১৯, ১৮:১১ | আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১৮:১৯

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটের বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের জন্যে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি এবং বিশ্বের জনপ্রিয় পানীয় কোম্পানি কোকাকোলা একটি গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করার ঘোষণা দিয়েছে। এই অংশীদারির অংশ হিসেবে কোকাকোলা আগামী পাঁচ বছরের জন্য আইসিসির নন-অ্যালকোহলিক পানীয়ের অংশীদার হিসেবে থাকবে। এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশে ভোক্তাদের সম্পৃক্ত করতে কোকাকোলা বাংলাদেশ ‘ইংল্যান্ড যাও, স্টেডিয়াম মাতাও’ শিরোনামে নতুন এক ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে।

এই ক্যাম্পেইনের ফলে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেট মাঠে বসে সরাসরি উপভোগের সুযোগ পাবেন।

আজ বুধবার ঢাকার এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশীদারত্ব এবং ক্যাম্পেইনের বিষয়ে বিস্তারিত জানানো হয়। সাউথ ওয়েস্ট এশিয়া অপারেশানস কোকাকোলার ভাইস প্রেসিডেন্ট সন্দ্বীপ বাজোরিয়া, আইসিসির জেনারেল ম্যানেজার ক্যাম্পবেল জেমিসন, বিসিবির পরিচালক জালাল ইউনুস, কোকাকোলা বাংলাদেশের প্রধান অজয় বাতিজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইসিসির জেনারেল ম্যানেজার ক্যাম্পবেল জেমিসন বলেন, ‘কোকাকোলাকে আগামী পাঁচ বছরের জন্য আইসিসির সহযোগী হিসেবে পেয়ে আমরা আনন্দিত। পৃথিবীর শত কোটি মানুষের প্রিয় খেলা ক্রিকেটের সহযোগী হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ব্র্যান্ড কোকাকোলা। আইসিসি বাংলাদেশসহ বিশ্বজুড়ে ক্রিকেটকে আরো জনপ্রিয় করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি যে ক্রিকেটের সব বড় আসরের সঙ্গে বিশ্বের প্রধান ব্র্যান্ডগুলোর অংশীদারত্বের মাধ্যমে সব ফরম্যাটের ক্রিকেট আরো জনপ্রিয় হয়ে উঠবে।’

প্রথম ধাপে বাংলাদেশের ভোক্তাদের জন্য আন্ডার দ্য ক্যাপ (ইউটিসি) ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশি ভোক্তারা কোকা-কোলার পিইটি বোতলের হলুদ রঙের ছিপির নিচে একটি মৌলিক কোড নম্বর পাবেন। ইউটিসি ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারী ভোক্তাদের ০৯৬১৭১৭১ ৭১ নম্বরে ‘মিসড কল’ দিতে হবে। এরপর তারা একটি স্বয়ংক্রিয় কল রিসিভ করবেন, বোতলের হলুদ ছিপিতে থাকা ১০-অঙ্কের কোড টাইপ করতে হবে কুইজে অংশগ্রহণের জন্য। কুইজে অংশগ্রহণকারীদের তিনটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিদিনই একজন করে ‘সৌভাগ্যবান বিজয়ী’ আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর টিকেট পাবেন কোকা-কোলা বাংলাদেশের সৌজন্যে। এর পাশাপাশি ৬০ জন করে ভোক্তা প্রতিদিন নির্ধারিত ১২ ঘণ্টা সময়ে জিতে নিতে পারবেন একটি করে স্মার্ট ফোন। এই ক্যাম্পেইন ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত চলবে।

পাঁচ বছর মেয়াদি এই চুক্তির ফলে ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি বিশ্বকাপ ২০১৯ ছাড়াও ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ, আসন্ন অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ, আইসিসি মহিলা বিশ্বকাপ এবং ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি বিশ্বকাপের নন-অ্যালকোহলিক বেভারেজ পার্টনার থাকবে কোকা-কোলা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই অংশীদারত্বের ফলে কোকা-কোলা এবং আইসিসি একে অন্যের ব্যাপ্তিকে আরো প্রসারিত করবে। বিশ্বব্যাপী কোকা-কোলার পাঁচ শতাধিক ব্র্যান্ডকে ভোক্তাদের কাছে জনপ্রিয় করার পাশাপাশি ক্রিকেটকেও বিশব্যাপী আরো জনপ্রিয় করে তুলতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

Advertisement