Beta

মেসি-রোনালদোর চেয়েও দামি এমবাপ্পে!

১৯ মার্চ ২০১৯, ১৬:৪৭

স্পোর্টস ডেস্ক

বয়স এখনো একুশ পুরো হয়নি। এরই মধ্যে জয় করেছেন ফুটবল বিশ্বকাপ। ফরাসি লিগ ওয়ানের শিরোপা ছুঁয়েছেন দুবার, পিএসজির হয়ে লিগে গোলের পর গোল করে চলেছেন। দুর্দান্ত গতি আর স্কিলের ঝলক দেখানো ফরাসি ফরোয়ার্ড সর্বশেষ ফিফা ব্যালন ডি’অরে হয়েছেন চতুর্থ। কিলিয়ান এমবাপ্পে তাই এখন বিশ্বতারকাদের কাতারের একজন। এবার তাঁকে একাধিকবার ব্যালন ডি’অরজয়ী বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও মূল্যবান বললেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত কোচ হোসে মরিনিয়ো।

মরিনিয়োর মতে, অবিশ্বাস্য ফুটবল দক্ষতা ও বয়স অল্প হওয়ার কারণে বিশ্ব ফুটবলের বর্তমান বাজারে মেসি আর রোনালদোর চেয়েও মূল্যবান এমবাপ্পে। সংবাদমাধ্যম বিইন স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় মরিনিয়ো জানান, এ মুহূর্তে সম্ভাব্য দলবদলের বাজারে এমবাপ্পে এমনকি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারকে ছাড়িয়ে গেলেও অবাক হবেন না তিনি। মুগ্ধতা নিয়ে বলেন, ‘মেসি আর রোনালদো দুজনের বয়সই ত্রিশ ছাড়িয়েছে, নেইমারেরও ২৭ হয়েছে। দলবদলের বাজারে বয়স একটা বড় ব্যাপার। আমার মতে, এমবাপ্পেই এখন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।’

এমবাপ্পের পারফরম্যান্সে মুগ্ধ মরিনিয়ো বলেন, ‘কিলিয়ান আসলে অবিশ্বাস্য! এই একটি শব্দই তাঁর কোয়ালিটি বোঝাতে যথেষ্ট। ওর মতো একজন খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলে বলতে হয়, পাঁচ বছর বা ১০ বছর পর সে কোন উচ্চতায় উঠবে, সেটা ভাবার প্রয়োজন নেই। এখনই সে অবিশ্বাস্য পর্যায়ের একজন।’

Advertisement