বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির বাগড়া
ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কার্ডিফে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু ম্যাচ শুরুর আগেই বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। স্থানীয় সময় সকাল ১০টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু এর আগে বেশ জোরেশোরে বৃষ্টি নামে। ফলে মাঠের আউটফিল্ড ভিজে যায়। টসের সময় পেরিয়ে গেলেও বৃষ্টি এখনো থামেনি। তাই নির্ধারিত সময়ে টস হয়নি।
বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে আজই প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ শিবির। প্রতিপক্ষ পাকিস্তান অবশ্য এর আগেই আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে। শুক্রবার অনুষ্ঠিত সেই ম্যাচে তিন উইকেটে হেরে গেছে সরফরাজ আহমেদের দল। অন্যদিকে, আজকের ম্যাচের পর আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে মাশরাফি বিন মুর্তজার দল। মঙ্গলবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। গতকাল নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় বিরাট কোহলির দল।
নিয়ম অনুযায়ী প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং ১১ জন করতে পারলেও খেলতে পারেন স্কোয়াডে থাকা সবাই। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য সাকিবকে বাইরে রেখে ১৪ জনের দল ঠিক করেছে বাংলাদেশ। এ ছাড়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়েও কিছুটা সংশয় আছে। আয়ারল্যান্ড সিরিজ থেকেই হ্যামস্ট্রিংয়ের ব্যথা বয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। তাই তাঁকেও বিশ্রামে রাখার ভাবনা আছে ম্যানেজমেন্টের। তবে মাশরাফি যদি শেষ পর্যন্ত মাঠে নামেনও, তাহলেও চার-পাঁচ ওভারের বেশি বোলিং হয়তো করবেন না।
বিশ্বকাপ শুরুর আগেই প্রায় প্রতিদিন প্রস্তুতি ম্যাচ অথবা অনুশীলনে অন্য দলগুলোর খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার খবর পাওয়া যাচ্ছে। তাই বাড়তি ঝুঁকি না নিয়ে সাবধানী থাকতে চাইছে বাংলাদেশ। এ কারণে পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটোতে নিয়মিত একাদশের সবাইকে না খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে ওপেনার তামিম ইকবাল আজ পাকিস্তানের বিপক্ষে খেললেও মঙ্গলবার ভারতের বিপক্ষে ম্যাচে বিশ্রাম পেতে পারেন। আর ফিটনেসের বিষয়ে শতভাগ নিশ্চিত না হলে তারকা অলরাউন্ডার সাকিবকে খেলানো হবে না কোনো ম্যাচেই।
প্রস্তুতি ম্যাচ হলেও আজ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে জয় পেলে মূলপর্বে ভালো খেলার অনুপ্রেরণা পাবে দল। তাই আজ জয়ই চাইছে টাইগার শিবির। অন্যদিকে, টানা ১১ ওয়ানডে হেরে বিপর্যস্ত পাকিস্তান শিবির। বিশ্বকাপের আগে জয়ের ধারায় ফেরার শেষ সুযোগ আজ তাদের সামনে। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে যেকোনো মূল্যে জয় চাইছে সরফরাজরা।