বাংলাদেশকে খোঁচা দিয়ে সঞ্জয় মাঞ্জরেকারের টুইট
গত মঙ্গলবার বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ৩৫৯ রানের বিশাল টার্গেট দাঁড় করায় ভারত। রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৯৫ রানে পরাজিত হয়।
তবে এর মধ্যেই ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বিতর্ক বাধিয়ে বসলেন। ভারত ব্যাট করার সময়ে বাংলাদেশকে খোঁচা দিয়ে টুইট করলেন, ‘ইনিংস ডিক্লেয়ার করতে কোহলি এত সময় নিচ্ছে কেন?’
Why is Virat delaying the declaration?
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) May 28, 2019
বাংলাদেশের পক্ষে এত রান তাড়া করা সম্ভব নয়, তাই আগেই ইনিংস ঘোষণা করতে পারেন কোহলি, এটাই বলতে চেয়েছেন সঞ্জয়। ইনিংস ঘোষণা কেবল টেস্ট ক্রিকেটেই হয়। তাই সঞ্জয়ের এমন টুইট সরাসরি খোঁচা ছাড়া আর কী-ই বা হতে পারে।
তবে সঞ্জয় মাঞ্জরেকারের টুইট বাংলাদেশিরা তো বটেই, খোদ ভারতীয়রাও ভালোভাবে নেয়নি। সামাজিক মাধ্যমে বাংলাদেশি সমর্থকরা যেমন ক্ষোভ প্রকাশ করেন, তেমনি সঞ্জয়ের এমন টুইটের জন্য তাঁকে ভর্ৎসনা করেন অনেক ভারতীয়ও।
আইসিসির ধারাভাষ্যকারের প্যানেলভুক্ত হয়ে বিশ্বকাপ উপলক্ষে ইংল্যান্ড গিয়েছেন সঞ্জয়।
অনেক বাংলাদেশি সমর্থকের দাবি, ধারাভাষ্য দেওয়ার সময় মোটেই নিরপেক্ষ ছিলেন না সঞ্জয়। তিনি অনবরত কোহলি, ধোনি ও লোকেশ রাহুলের প্রশংসা করে গিয়েছেন।