Beta

বিশ্বকাপের মাঝেই কোহলির বাবা হওয়ার খবর?

২৬ জুন ২০১৯, ১৭:৫৬

স্পোর্টস ডেস্ক

চলমান বিশ্বকাপে দারুণ খেলছে বিরাট কোহলির নেতৃত্বে ভারত। এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি তারা। ঠিক এই সময়ে স্বামীর পাশে থাকতে ইংল্যান্ডে উড়ে গেছেন আনুশকা শর্মা। সেখানে এক সঙ্গে বেশ ভালোই সময় কাটছে তাঁদের। আর এতেই আলোচনা শুরু হয়ে যায় ভারতীয় অধিনায়ক নাকি বাবা হচ্ছেন। আনুশকা সেই খবর স্বামীকে দিতেই নাকি ইংল্যান্ডে গেছেন।

অবশ্য খবরটি উড়িয়ে দিয়েছেন আনুশকা, ‘সত্যি কথা বলতে কি অন্তঃসত্ত্বা হওয়ার খবর কেউ চেপে রাখতে পারে না। গুজব ছড়িয়েই যাবে কিছু মানুষ। এটি অপ্রয়োজনীয় ও বোকা বোকা একটা বিষয়।’

এ ব্যাপারে ভারতীয় অভিনেত্রী আরো বলেন, ‘বিয়ে ঠিক হওয়ার আগেই বিয়ের খবর এবং অন্তঃসত্ত্বা  হওয়ার আগেই মা বানিয়ে দেওয়া হচ্ছে। এটা ঠিক নয়।’

২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির মিলানে কোহলি-আনুশকা জুটি গাঁটছড়া বাঁধেন। তাঁদের সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছে।

এর আগে ২০১৩ সালে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সময় আনুশকার সঙ্গে বিরাট কোহলির ঘনিষ্ঠতা বাড়ে। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। আর তা বিয়েতে গড়ায়।

চলমান বিশ্বকাপে শুধু ভারতই নয়, ভালো খেলছেন কোহলিও। এখন পর্যন্ত প্রায় সবকটি ম্যাচেই সাফল্য পেয়েছেন তিনি।

ভালো করছে ভারতও, এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। কোহলির দল চার ম্যাচ জিতেছে, একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে।

Advertisement