Beta

কেউ খেলাকে নিজের পেশা হিসেবে নিও না : নিশাম

১৫ জুলাই ২০১৯, ১৯:২৬

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের লড়াই শেষ। জয়ী ইংল্যান্ড। তবে ম্যাচের শেষ ৩০ মিনিট ছিল উত্তেজনায় ভরপুর। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের হার এক কথায় দুর্ভাগ্যজনক। অল্পের জন্য হেরেছে নিউজিল্যান্ড।

কিন্তু কিউই ভক্তরা এই হার মানতে নারাজ। নিউজিল্যান্ডের হার মেনে নিতে পারছেন না অনেক ক্রিকেটভক্ত। আইসিসির অনেক নিয়মের সামনে দাঁড়িয়ে কাপ জিতে নেয় ইংল্যান্ড। এরপর নিউজিল্যান্ড ক্রিকেটার জেমস নিশাম হাতাশার সঙ্গে একটি টুইট করেন। ছোটদের উদ্দেশে  লেখেন, ‘ছোট সোনামণিরা, কেউ খেলাকে নিজের পেশা হিসেবে নিও না। অন্য কোনো পেশা তারা নিতেই পারে। দরকার হলে তারা বিস্কুট বানাক, যাতে ৬০ বছরে তারা খুশি ও মজা নিয়ে মরতে পারে।’

এই টুইটে স্পষ্ট হয়েছে যে নিজেদের এই হারে কতটা ভেঙে পড়েছেন নিউজিল্যান্ড খেলোয়াড়রা। ভবিষ্যৎ প্রজন্মকে তাই ক্রিকেটার হতে নিষেধ করছেন তাঁরা। কারণ হারলে যে পরিমাণ দুঃখ হয়, তা ব্যাখ্যা করার মতো নয়।

এমন ব্যর্থতার দায় নিয়ে জীবন কাটানো খুবই বেদনা দায়ক বলেই মনে হচ্ছে নিশামের এই পোস্টে। তবে এর আগে তিনি ইংল্যান্ড দলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন। নিশাম এই বেদনাদায়ক পোস্টের উত্তর করেছেন অনেকে। তারা সবাই নিউজিল্যান্ডের পাশে দাঁড়িয়েছে।

Advertisement