সুয়ারেজের নৈপুণ্যে বার্সার দুর্দান্ত জয়
জোড়া গোল করলেন লুইস সুয়ারেজ। একবার করে জালের দেখা পেলেন আন্তোনিও গ্রিজম্যান ও উসমান দেম্বেলে। তাতে প্রাক-মৌসুম পর্বের টুর্নামেন্টে আরেকটি দুর্দান্ত জয় তুলে নিল বার্সেলোনা।
গতকাল শনিবার রাতে টুর্নামেন্টের ফিরতি লেগে নাপোলিকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এর আগে প্রথম দেখায় ইতালির দলটিকে ২-১ গোলে হারিয়েছিল কাতালান ক্লাবটি।
যুক্তরাষ্ট্রের মিশিগানে দুর্দান্ত শুরু করা বার্সেলোনা ম্যাচের ৪৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায়। ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে বার্সার হয়ে প্রথম গোলটি করেন সুয়ারেজ। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা গ্রিজম্যান।
এর মাধ্যমে নতুন ক্লাব বার্সেলোনায় গোলের খাতা খুললেন গ্রিজম্যান। গত মাসে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে বিশ্বকাপ বিজয়ী এই তারকাকে দলে ভিড়িয়েছে কাতালান জায়ান্টরা।
৫৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান সুয়ারেজ। দেম্বেলের বাড়ানো বলে স্কোরলাইন ৩-০ করেন উরুগুয়ের ফরোয়ার্ড। আর পাঁচ মিনিট পর দেম্বেলের গোলে বড় জয় নিশ্চিত হয় বার্সার।
মৌসুম শুরুর আগে এ নিয়ে টানা চতুর্থ জয় তুলে নিল বার্সেলোনা।